• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯

ক্রিকেট

বাঁচা-মরার লড়াইয়ে আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৩ সেপ্টেম্বর ২০২৩

এশিয়া কাপে আফগানিস্তানের প্রথম ম্যাচ। বাংলাদেশ খেলতে নামবে নিজেদের দ্বিতীয় ম্যাচ। আজ বেলা ৩:৩০ মি. মুখোমুখি হবে দুইদল। যদি আফগানিস্তান বাংলাদেশের সাথে হারেও তারপরও সুযোগ রয়েছে পরের রাউন্ডে যাওয়ার। তবে বাংলাদেশের জন্য বাঁচা-মরার লড়াই। হারলেই এশিয়া কাপ থেকে বিদায় নিতে হবে।   

আগের ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারায় সুপার ফোরে যেতে হলে আফগানিস্তানকে হারাতেই হবে সাকিব আল হাসানের দলকে। সেই সাথে তাকিয়ে থাকতে হবে রশিদ খানদের শ্রীলঙ্কার সাথে পরের ম্যাচের দিকে। তার আগে টাইগারদের নিজেদের কাজটুকু সেরে রাখতে হবে। সুপার ফোরে যেতে হলে বাংলাদেশকে আফগানিস্তানকে হারানোর পাশাপাশি মনোযোগ দিতে হবে রানরেটের দিকেও। আর যদি আফগানিস্তান লাহোরে বাংলাদেশকে হারিয়ে দেয়, তাহলে টুর্নামেন্ট থেকে বিদায় নেবে সাকিবের দল।

অতীতে বহুবার রশিদ-নবীদের বিপক্ষে পা হড়কানোর নজির আছে টাইগারদের। ঘরের মাঠে সবশেষ ওয়ানডে সিরিজেও ২-১ ব্যবধানে হেরেছিলো বাংলাদেশ। তারপরও আফগানিস্তানকে হারানোর বিষয়ে আত্ববিশ্বাসী বাংলাদেশের হেডকোচ চন্ডিকা হাথুরুসিংহে। শনিবার হাথুরুসিংহে বলেন, “আসলে ফাইনালে যেতে আমাদের এই ম্যাচে জিততে হবে। এই ম্যাচটিতে আমাদের জয়ের কোনো বিকল্প নেই। আগের ম্যাচে নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি। এটি আমাদের পারফর্ম্যান্সের প্রতিনিধিত্ব করে না। আফগানিস্তানের বিপক্ষে নিজেদের সেরা খেলাটা খেলার জন্য আমরা আত্মবিশ্বাসী।”

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads